Friday, May 3, 2019

কবিতা - আসছে ফণী / A poem about Cyclone Fani

Fani, ফণী

আসছে ফণী মেলে ফণা
কাঁপছে ভয়ে রাজ‍্য
তার দাপটে কাবু সবাই
কে করে অগ্রাহ্য !




ভীষন দ্রুত গতিবেগে
তাকে কে আটকায়
বুক ধুকপুক কখন না জানি
পা দেয় বাংলায়


তুলছে তুফান ইচ্ছেমতো
সমুদ্দুরে পাড়ি
কাঁপছে বাংলা
উপকূলে সতর্কতা জারি ।


ত্রাণ প্রস্তুত, সেনা প্রস্তুত
ফণী আসার আগে
নিরাপদে নাও আশ্রয়
ফুঁসছে ফণী রাগে ।


বাংলা to বাংলাদেশ
বানিয়ে নিয়ে root
মেলে ফণা ফণী এখন
দিচ্ছে জোরে ছুট ।

No comments:

Post a Comment