Monday, April 29, 2019

স্কুল লাইফের প্রেম.....




(অনেকক্ষণ থেকে call করছে গৌরব এবার call টা receive করলো কাজল)

গৌরব - Hello
কাজল - Hello
গৌরব - কী রে তখন থেকে call করছি receive
             করিসনি কেন?
কাজল - এমনি
গৌরব - এমনি মানেটা কী?
             আচ্ছা ওসব ছাড় আজ school জাসনি কেন
             বল?
কাজল - কেন তাতে কী হয়েছে ?





গৌরব - কী হয়েছে মানেটা কী ? জানিস তুই আজ
             school জাসনি বলে আমার school time টা
              কী boreing কেটেছে ?
কাজল - কেন সোনালি তোকে সঙ্গ দেয়নি বুঝি?
গৌরব - সোনালি ? সোনালি কেনো সঙ্গ দিতে যাবে?
কাজল - কেন না দেওয়ার কী আছে ? তুই ওকে cycle
              এ school পর্যন্ত নিয়ে যেতে পারিস আর ও
             তোকে school রা একটু সময় দিতে পারে
             না ?
গৌরব - Just one minute তুই তো school জাসনি
             তাহলে তুই কী করে জানলি যে আজ সোনালি
             আমার cycle এ school গেছে ?
কাজল - তুই কী ভাবলি তুই আমার কাছে সব চেপে
              যাবি তাই না ?
গৌরব - চেপে কেনো যাবো তুই না বললে আমি নিজেই
             তোকে বলতাম
কাজল - মিথ্যেবাদি কোথাকার আমি তোকে একদম বিশ্বাস
              করি না
গৌরব - সে না হয় নায় করলি আগে বল না তুই কী করে
             জানলি?
কাজল - কী করে সে জানবো আমি নিজের চোখে দেখেছি
গৌরব - ওই time এ ? কোথায় ?
কাজল - বাজারে
গৌরব - ওই সময়ে তুই বাজার কী করতে গেসলি?
কাজল - school গিয়েছিলাম
গৌরব - কিন্তু তুই তো school আসিসনি
কাজল -  ---------------------------
গৌরব - মানে তুই school আসবার সময় আমকে আর সোনালি
              কে একইসাথে cycle এ দেখে ঘুরে বাড়ি ফিরে গেছিস
কাজল - হ্যাঁ তাই
গৌরব - এই সব সোনালি কে কী সুন্দর দেখতে লাগছিল তাই
              না?
কাজল - (কাঁদতে কাঁদতে) হ্যাঁ জানি তো সোনালি দেখতে সুন্দর,
               তুই তো এখন ওকেই ভালোবাসি
গৌরব - আরে পাগলি কাঁদছিস কেনো, আমি তো একটু ইয়ার্কি
             করছিলাম
            আরে পাগলি সোনালি বা তার থেকেও যত সুন্দরী
             আসুক না কেনো I don't care.
              I love you.......
কাজল - I love you too...........

No comments:

Post a Comment