Wednesday, May 1, 2019

এক প্রেমের গল্প "বিয়ের আগে" / Bangla love story

Love couple

(মন্দিরেতে কনের সাজে বসে আছে মায়া। শুভ এখনও এসে পৌঁছায়নি। আজ তাদের বিয়ে। দুজনেই অনাথ, তাই কেউই আসেনি তাদের বিয়েতে)
পুরোহিত - আর কতক্ষন বসে থাকবে মা? এবার বরং বাড়ি যাও, কালকে না হয় আবার আসবে
মায়া - না না শুভ ঠিক আসবে, আমি আর একটু অপেক্ষা করি






পুরোহিত - সে আসবার হলে ঠিক এসে যেত, ৩ ঘন্টা তো অপেক্ষা করলে। তাছাড়া বিয়ের লগ্নও পেরিয়ে গেছে
মায়া - (শুভ কে phone লাগিয়ে) উফ্ phone টাও switch off
পুরোহিত - এনাও মা ঠাকুরের প্রসাদ, প্রসাদ খেয়ে বাড়ি যাও
মায়া - (চোখের জল মুছতে মুছতে আবার phone লাগালো।
অচেনা মহিলা - Hello
মায়া - আপনি কে? শুভ কোথায়?
অচেনা মহিলা - আমি থানা থেকে বলছি, একটু আগে রবীন্দ্র road - এ এক Bike Bus - এর Accident হয়েছে।
মায়া - (Phone টা হাত থেকে পড়ে গেল, মন্দিরের সিঁড়ি বেয়ে নেমে দৌড়াতে লাগলো)
পুরোহিত - মা তোমার Phone..............
মায়া - (হাসপাতালের প্রত্যেকটা Room খুঁজতে লাগলো, হঠাৎ শুভ কে দেখতে পেল) শুভ........
শুভ - So sorry মায়া আমি আর যেতে পারিনী। চল এখন মন্দিরে যাই
মায়া - Just Set Up একদম উঠবে না
শুয়ে পরো....
(Nourse -এর দিকে তাকিয়ে) কী হয়েছে ওর? Serious কিছু
Nourse - No Mam he is absolutely fine. পায়ে সামান্য চোট পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা হয়ে গেছে, আপনি ওনাকে নিয়ে যেতে পারেন।
শুভ - দেখলে তো আমি ঠিক আছি।
মায়া - (কাঁদতে কাঁদতে) জানো আমি কী ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম ..........
শুভ - এই তোমায় না এই লাল বেনারসি তে দারুন দেখাচ্ছে, কেউ নজর দিয়ে দেয়নী তো?
মায়া - (হেসে ফেললো) Ideat....
শুভ - I Love You
মায়া - আমি বলবোনা
শুভ - তাহলে কিন্তু আবার......
মায়া - (শুভর মুখে হাত চাপা দিয়ে) I Love You Too...

No comments:

Post a Comment